
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক
ডেস্ক নিউজ:
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, এমন সংস্কারে হাত দেবেন না যেটি নির্বাচনকে বিলম্বিত করবে।
বুধবার (৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কারো কথায় নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টাকে আহবান জানিয়েছেন তিনি।
এসময়, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান আলী রীয়াজঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান আলী রীয়াজ
গণতন্ত্র ফেরত না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে: শামসুজ্জামান দুদুগণতন্ত্র ফেরত না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে: শামসুজ্জামান দুদু
রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে বিএনপির এই নেতা জানান, করিডোর নয়, পতিত সরকারের লুট করা অর্থ ফিরিয়ে এনে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়া যেতে পারে। এমন কোনো অবস্থা সৃষ্টি করা যাবে না যাতে করে দেশ সংকটে পরে।
করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে, সে ব্যবস্থা করারও আহবান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
+ There are no comments
Add yours