
মে’র তৃতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
বেসরকারি সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল হচ্ছে। মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় সকল প্যারামিটার উপস্থিত থাকতে পারে।
সংস্থাটি জানায়, এতে আগামী ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতে পারে। যা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে পরবর্তী চার পাঁচ দিনে পর্যায়ক্রমে লঘুচাপ,নিম্নচাপ,গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর আঘাত হানার স্থানের ব্যাপারে ফর্মেশনের পর পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
সংস্থাটি আরও জানায়, মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে বিচরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ সময়ে আবহাওয়া অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
এদিকে চলমান তাপপ্রবাহ নিয়ে সংস্থাটি জানায়, শনিবার দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল, গাজীপুর, খুলনা, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
অপরদিকে, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, মানিকগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, বরিশাল, গোপালগঞ্জ, রাজবাড়ী, বগুড়া, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
+ There are no comments
Add yours