বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চান, হাসনাতকে কুমিল্লা বিএনপি

Estimated read time 1 min read
Ad1

বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চান, হাসনাতকে কুমিল্লা বিএনপি

ডেস্ক নিউজ:

‘বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে’ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিএনপি। দলটির পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে হাসনাতকে ওই বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়া আহবান জানানো হয়েছে। নচেৎ কুমিল্লায় তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও হুশিয়ার করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায় বিএনপি, কুমিল্লা বিভাগ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।’

তার এই বক্তব্যকে ‘শিশু সুলভ’ আখ্যা দিয়ে সেলিম ভুঁইয়া বলেন, হাসনাত রাজনীতিতে অপরিপক্ক। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।

তিনি বলেন, হাসনাতকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। তার বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। তিনি বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।

আগামী সাত দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় হাসনাতকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না; যোগ করেন সেলিম।

কবরের কারিগর মনু মিয়া জানেন না ঘোড়াটি বেঁচে নেইকবরের কারিগর মনু মিয়া জানেন না ঘোড়াটি বেঁচে নেই
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার পরিচালনায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পরিষদের সদস্য সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, অ্যাড. আলী আক্কাস, মোস্তফা জামানসহ অন্যরা।

সূত্র: একাত্তর

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours