
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সমর্থকদের আল্টিমেটাম
ডেস্ক নিউজ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তার সমর্থকরা। এ সময়ের মধ্যে ইশরাককে মেয়র ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২০ মে) বিকেলে ‘ঢাকাবাসী’র পক্ষে এই হুঁশিয়ারি দেন সাবেক সচিব মশিউর রহমান।
এর আগে গত বুধবার (১৪ মে) ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, ‘ঢাকাবাসী’ ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
কর্মসূচিতে অংশ নেয়া সমর্থকদের দাবি, আদালতের রায়ের পর নির্বাচন কমিশন (ইসি) থেকে গেজেট প্রকাশের পরও শপথ না পড়িয়ে নতুন করে বৈষম্য করা হচ্ছে।
আদালতের রায়ের পর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে। কিন্তু এখনও তা কার্যকর হয়নি।
সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে রুলসাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে রুল
মঙ্গলবার বিক্ষোভের ষষ্ঠ দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা।
বিকেলে ‘ঢাকাবাসী’র পক্ষে মশিউর রহমান বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না পেলে আবারও কাল সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেবো।
২০২০ সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেলো ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।
+ There are no comments
Add yours