নগর ভবনে আন্দোলনকারীদের মোবাইলফোনে নির্দেশনা দিলেন ইশরাক

Estimated read time 1 min read
Ad1

নগর ভবনে আন্দোলনকারীদের মোবাইলফোনে নির্দেশনা দিলেন ইশরাক

ডেস্ক নিউজ:

আসন্ন কোরবানি ঈদে নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

 

শনিবার (২৪ মে) দুপুরে ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথের দাবিতে ইশরাক সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের আন্দোলন চলাকালে মোবাইলফোনে তিনি এই নির্দেশনা দেন।

গত বৃহস্পতিবার যমুনার সামনে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে ইশরাক হোসেন সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়। তবে এই সময়ের মধ্যে সরকার ইশরাক হোসেনকে শপথের উদ্যোগ না নিলে শনিবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেয়নি ইশরাকের সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিনও নগরীর সেবা প্রার্থীরা করপোরেশনে এসে ফেরত যাচ্ছেন।

এদিকে শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসী’র সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমানের মোবাইলফোনে ইশরাক হোসেন উপস্থিত আন্দোলনকারী ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, ‘আমরা যেহেতু সরকারকে সময় সীমা বেধে দিয়েছিলাম, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোন কাজ হয় নাই। আমরা আজকে আরেকদিন সময় দিব, এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন।’

ইশরাক বলেন, ‘আমার সাথে যখন অন্যয় শুরু করলো এই সরকার, যানা গণঅভ্যুত্থানের সরকার বলে, বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার গঠন করে। কিন্তু আমার সাথে যখন সবথেকে বড় বৈষম্যটা করলো, তখন সিটি করপোরেশনের সকল কর্মকর্তা কর্মচারি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোন অপশক্তি আমাদের গ্রাস করে ফেলতে পারবে না। আপনারা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছেন আশা করি দ্রুততম সময়ের মধ্যে সমাধান পাবো।’

এ সময় তিনি বলেন, ‘সামনে কোরবানি ঈদ। কোরবানি ঈদ পরবর্তী নগরীকে বসবাসের উপযোগী করার জন্য গুরু দায়িত্ব আমাদের ওপর আপনাদের ওপর বর্তায়। নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যার যার যে কাজ আছে সেটি সবাই করবেন। সরকারের গাফিলতির কারণে নগরবাসির যাতে কোন কষ্ট না হয়। এটা আমি আশা রাখি। আর আপনার যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেটির দ্রুত সময়ে ফলাফল পাবেন।’

এ সময় ইশরাক হোসেনের সমর্থকদের সংগঠন ‘ঢাকাবাসী’র সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘এখনও জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার। ফলে আজও নগর ভবনের ঢাকাবাসী আন্দোলন করছেন। আজকের মধ্যে সরকার শপথের প্রক্রিয়া শুরু না করলে উদ্ভুত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সরকারের অনেকেই জুলাইয়ের চেতনা ধারণা করছেন না। স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেমকে দেশত্যাগে দুর্ণীতি দমন কমিশন দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এপিএস তার বসের নির্দেশনা ছাড়া দুর্নীতি করতে পারেন না। হয়তো একদিন দেখা যাবে তার বসকেও (উপদেষ্টা আসিফ) দুদক নিষেধাজ্ঞা দিবে।’

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, ‘আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজ কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।’

এদিকে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। ভবনের সব কয়ট ফটকে তালা ঝুলছে। কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। শুধু আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পরিষ্কার-পরিচ্ছন্নের মালামালের ট্রাক প্রবেশ করেছে। আর করপোরেশনের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা অনেকই নগর ভবনের নিচতলার জরুরী পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন। সিটি করপোরেশনের সচিবসহ অনেকেই এ কক্ষে জরুরি ফাইলপত্র স্বাক্ষর করছেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, ‘গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। এতে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

শনিবার দুপুর ১২টার দিকে নগর ভবনে বাবার মৃত্যু সনদের জন্য এসেছেন লহ্মীবাজারের কামরুল ইসলাম। তিনি বলেন, গত সপ্তাহে তিনদিন এসে ফেরত গিয়েছি। ভাবছি আজ নগর ভবন খোলা থাকবে তবে আজও বন্ধ। বাবার মৃত্যুর পরে এক ভাই বিদেশ থেকে এসেছেন। তাই বাবার সম্পত্তি সব ভাইদের উপস্থিতিতে বন্টন করতে চাইছিলাম। কিন্তু আন্দোলনের কারণে পারছি না।

এর আগে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

সূত্র: চ্যানেল আই

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours