
বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চাম্বলের মহিলা ইউপি সদস্য ফাতেমার বিরুদ্ধে মানববন্ধন।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
গত ১১ মে ২০২৫ ইংরেজি বাঁশখালী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব রুবি আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও মিথ্যা ভিত্তিহীন অনলাইন ভিডিও বিভিন্ন পত্রিকায় সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে চাম্বলের এলাকাবাসীরা।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীরা জানান উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ফাতেমা বেগম এর বিরুদ্ধে এলাকায় নানান অনিয়ম দূনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের সদস্য সচিব রুবি আক্তারের বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ মে) বিকাল ৩ টায় চাম্বল ইউনিয়ন পরিষদের মাঠে উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনের উপস্থিত ছিলেন, রুবি আকতার, মোঃ কবির, মোঃ জয়নাল, আহাম্মদ ছাফা, কবির, ইব্রাহিম, আবুল কালাম, আবু তাহেরসহ চাম্বল ইউনিয়নের সর্বস্তর জনসাধারণ এ মানববন্ধনে আংশগ্রহনে করে।
এসময় বক্তৃতারা বলেন, সৈরাচারী সরকারের আমলে চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবের সাথে আতাত করে আওয়ামী লীগের দালালী মাধ্যমে অবৈধ টাকায় মহিলা সদস্য নির্বাচিত হয়ে ওয়ার্ড়ের জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা না দিয়ে জিম্মি করে দুর্নীতি পরায়ণতার মাধ্যমে মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ই আগস্ট এর পরবর্তী তা নিয়ে জনগণের পক্ষে কথা বলায় মহিলা দলের নেত্রী রুবির বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাই এলাকার সচেতন মহল সোচ্চার হয়ে আজকে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে। অনতবিলম্বে আওয়ামী লীগের দোসর ইউপি সদস্য ফাতেমাকে অপসারণের দাবি জানান।
+ There are no comments
Add yours