সাকিবের জন্য বাংলাদেশের দরজা এখনও খোলা, বলছে বিসিবি

Estimated read time 1 min read
Ad1

সাকিবের জন্য বাংলাদেশের দরজা এখনও খোলা, বলছে বিসিবি

ডেস্ক নিউজ:

গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে সবশেষ দলে ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর নানা ঘটনা ঘটেছে, সাকিবকে নিয়ে আন্দোলনও হয়েছে। বোলিং অ্যাকশন নিয়েও পড়েছিলেন সমস্যায়। সবকিছু উৎরে পাকিস্তান সুপার লিগে জিতেছেন শিরোপা। এরপর সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, এখনও দলে আসার সুযোগ আছে সাকিবের।

বাংলাদেশে সাকিব অধ্যায় শেষ কিনা এমন প্রশ্নে ইফতেখার রহমান বলেছেন, ‘সাকিব সবসময় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবেন। সে যেকোনো দলের জন্যই এক সম্পদ। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। তার বোলিং অ্যাকশন সংশোধন করে ফিরে এসেছে, তাই আমাদের টিম ম্যানেজমেন্ট তার খোজ রাখবে।’

সাকিবের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক শেষ নয়। তার নিষেধাজ্ঞার পর মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে। তাকে আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, আমার মনে হয় তখন আমরা তার ফেরা না ফেরা প্রশ্নের উত্তর দিতে পারব।’

দুমাস আগে সাকিব বোলিং অ্যাকশন ঠিক করতে পেরেছেন। তারপর পিএসএলে তিনটি ম্যাচ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। তিন ম্যাচে এক উইকেট ও দুবার ডাক মেরেছেন।

সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ নিয়ে ইফতেখার বললেন, ‘চারজন অভিজ্ঞ খেলোয়াড় (সাকিব, তামিম, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ) ছাড়া এটি তুলনামূলকভাবে নতুন দল। দলে একটা শূন্যতা বিরাজ করছে। আমার মনে হয় বর্তমান খেলোয়াড়দের মধ্যে প্রতিভা আছে, কিন্তু তাদের প্রয়োগের অভাব আছে।’

‘আমি আগেও বলেছি, তারা যতবেশি খেলবে, ততই ভালো করবে। আমার মনে হয় আমরা এখন যে অবস্থানে আছি, সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো উন্নতি করা।’

সূত্র: চ্যানেল আই

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours