
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সব প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
ডেস্ক নিউজ:
আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৯ জুলাই) রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় আনার নির্দেশ।
এ ছাড়াও, গত ৩ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে বলে জানান প্রেস সচিব।
এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সূত্র: চ্যানেল আই
+ There are no comments
Add yours