চট্টগ্রাম সীতাকুন্ডে বিএনপি নেতার উদ্যোগে শত বছর পুরাতন কবরস্থান সংস্কার

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম সীতাকুন্ডে বিএনপি নেতার উদ্যোগে শত বছর পুরাতন কবরস্থান সংস্কার

 

মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম সীতাকুন্ডের ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত ২ নং ওয়ার্ডের উত্তর বাঁশবাড়িয়া হামিদ আলী মিস্ত্রি জামে মসজিদ সংলগ্ন কবরস্থান সংস্কারের কাজ চলছে। হামিদ আলী মিস্ত্রি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানটি শত বছরের পুরাতন একটি কবরস্থান।এ কবরস্থান কে কেন্দ্র করে রয়েছে প্রায় পাঁচশত পরিবার। জানা গেছে এই কবরস্থানে বিভিন্ন এলাকার জানা-অজানা অনেক বেওয়ারিশ লাশ ও দাফন করা হয়।

উত্তর বাঁশবাড়িয়া হামিদ আলী মিস্ত্রি জামে মসজিদ এবং কবরস্থানের সাথে রয়েছে বড় একটি পুকুর। মসজিদ এবং পুকুরের অংশ ছাড়া কবরস্থানের জায়গা রয়েছে প্রায় ১২ শতক। কবরস্থানের পুকুরের অংশের পাশে কোন প্রকার গাইড ওয়াল না থাকায় এই কবরস্থানের সাড়ে চার শতক জায়গা ভেঙে পুকুরে তলিয়ে যায়। এটি উত্তর বাঁশবাড়িয়া ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এর নজরে পড়ে তিনি সাথে সাথে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর সাথে বসে এই কবরস্থানটি সংস্কার করার উদ্যোগ নেন।

উত্তর বাঁশবাড়িয়া ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার দৈনিক স্বদেশ বিচিত্রার চট্টগ্রাম জেলা প্রতিনিধিকে বলেন, এই কবরস্থানটি একশত বছরেরও বেশি পুরাতন একটি কবরস্থান। এই কবরস্থানটি এবার সহ দুইবার সংস্কার হতে চলেছে প্রথমবার সীতাকুন্ডের প্রাণপ্রিয় নেতা পানি সম্পদ মন্ত্রী মরহুম এল কে সিদ্দিকীর তত্ত্বাবধানে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতা সালাউদ্দিনের কাছ থেকে দুই টন গম নিয়ে রাস্তার পাশের গাইড ওয়ালটি নির্মাণ করেন। এরপর থেকে বিগত ৩০ বছরে এই কবরস্থানটির কোন প্রকার সংস্কার হয়নি। এ কবরস্থানটি পুকুরের পাশে কোন প্রকার গাইড ওয়াল না থাকাই বর্ষা মৌসুমে কবরস্থানের মাটি ধুয়ে সব পুকুরে চলে যায় এভাবে করে ভাঙতে ভাঙতে প্রায় সাড়ে চার শতক কবরস্থানের জায়গা পুকুরে তলিয়ে যায়। যার কারণে কবরস্থানটি অতি দ্রুত সংস্কার করা আবশ্যক হয়ে পড়ে। তাই তিনি সর্বপ্রথম এলাকাবাসী ও মসজিদ কমিটির সাথে কথা বলেন এলাকাবাসী কবরস্থানের সমস্ত কাজ হিসাব করে দেখেন এই কবরস্থানটি সংস্কার করতে প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। তাই তিনি তার প্রাণপ্রিয় দলনেতা বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব চট্টগ্রাম সীতাকুণ্ডের ৪ আসনের এমপি পদপ্রার্থী জনাব লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর নিকট যোগাযোগ করেন তিনি সাথে সাথে সীতাকুণ্ডের ইউএনও নিকট একটি দরখাস্ত প্রেরণ করেন। সীতাকুণ্ডের ইউএনও অফিসার এর আওতায় এত বড় অংকের টাকার কাজ করার অনুমোদন না থাকায় তিনি এই কাজটি এলজিডির নিকট হস্তান্তর করেন। এলজিডির একজন অফিসার কবরস্থানটি পরিদর্শন করেন এবং তিনি বলেন ২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এই কবরস্থানটির কাজ সংস্কার করে দেবেন বলে আশ্বাস দেন। উত্তর বাঁশবাড়িয়া ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এই কথা শুনে তিনি তার সহযোগী শ্রদ্ধেয় মোস্তফা সদ্দার, মোঃ আলাউদ্দিন, বদরুদ্দোজা মিন্টু সহ এলাকাবাসী ও মসজিদ কমিটির সাথে পুনরায় কথা বলেন এই কবরস্থানের পশ্চিম পাশে যেহেতু মাটি উত্তোলন করা হয়ে গেছে তাই এই বর্ষা মৌসুমে এই কাজটি এভাবে ফেলে রাখা উচিত হবে না তাই তিনি এলাকাবাসীর প্রত্যেকের কাছে চাঁদা তুলে এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার মতো কাজ সম্পন্ন করেন। কবরস্থানটির প্রায় অর্ধেকের মত কাজ সম্পন্ন করা হয়েছে এখন তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় বর্তমানে কবরস্থানটির কাজ বন্ধ রয়েছে। তাই এলাকাবাসী সহ তিনি স্থানীয় প্রশাসন এবং সরকারের কাছে অতি দ্রুত এই কবরস্থানটির কাজ সংস্কারের আবেদন জানিয়েছেন।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours