এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ পেয়েছে চট্টগ্রাম বাঁশখালীর মেয়ে শ্বেতা ধর।

Estimated read time 1 min read
Ad1

এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ পেয়েছে চট্টগ্রাম বাঁশখালীর মেয়ে শ্বেতা ধর।

মোহাম্মদ আমিনুল ইসলাম: চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্বেতা ধর এবার এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১২৬৪।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এমন ব্যতিক্রমী ফলাফলের জন্য আলাদা করে নজর কাড়ছে শ্বেতা ধরের নাম। ফল প্রকাশের দিন সকাল থেকেই ফলাফল নিয়ে উদ্বেগে ছিল শ্বেতা ধর। ইন্টারনেটে ফল দেখা যাচ্ছিল না। শেষে বিদ্যালয়ে গিয়ে নিজের ফলাফল দেখে আনন্দিত হয় সে। শ্বেতা ধর জানায়, ‘ভালো ফল হবে আশা করেছিলাম। তবে নম্বর দেখে নিজেরই অনেক ভালো লেগেছে।’ নগরের আন্দরকিল্লা এলাকায় ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকে শ্বেতা ধর। বাবা শেখর ধর বাঁশখালী উপজেলাধীন চাপাছড়ি রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন, শ্বেতা ধর হচ্ছে বাঁশখালী কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজ সেবক বন মালী ধরের নাতিন ও কোকদন্ডী গুনাগরী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভুবন মোহন ধরের ছোট ভাইয়ের মেয়ে।, মা শিউলী ধর গৃহিণী। শ্বেতা ধরের পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কোকদন্ডী গ্রামে। শ্বেতা ধরের বাবা শেখর ধর বলেন, ‘মেয়ে নিয়মিত স্কুলের নির্দেশনা মেনে পড়াশোনা করেছে। আমরা শুধু পড়ার পরিবেশ ঠিক রাখার চেষ্টা করেছি মাত্র, একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। শ্বেতা ধরের মা বলেন, ‘ওকে কখনো চাপ দিইনি। নিজে থেকেই পড়াশোনায় আগ্রহী ছিল।’ চাচা বলেন, ‘শ্বেতা ধর খুবই বিনয়ী ও মনোযোগী ছাত্রী। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে ৯ম স্থান অধিকার করেছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘মেধাভিত্তিক তালিকা না থাকলেও শ্রবেতা ধরের ফলাফল অবশ্যই প্রশংসনীয়।’ শ্বেতা ধরজানায়, ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে অসহায় রোগীদের সেবা করাই আমার ইচ্ছা এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ সবশেষে সে বলে, ‘প্রতিটি – পরীক্ষার আগে নার্ভাস হয়ে যেতাম। মা-বাবা ও শিক্ষকরা সাহস দিতেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ সবার চেষ্টায় আজ আমি এখানে।’

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours