
‘নৌকা’ বাদ দিয়ে ‘শাপলা’ তালিকাভুক্ত করতে এনসিপির আবেদন
ডেস্ক নিউজ:
প্রতীক হিসেবে নৌকা বাদ দিয়ে শাপলা তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, এই কমিশনের একটি অংশ রাজনৈতিক দলের হয়ে কাজ করে। একারণে ইসি পুনর্গঠন করতে হবে। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে আসে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল।
টানা দুই ঘণ্টা বৈঠক শেষে দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দিতে ও শাপলা অন্তর্ভুক্ত করতে দাবি জানিয়েছে তারা। শাপলা বাদ দেয়ার বিষয়ে ইসির ব্যাখ্যা ভুল বলেও জানান তিনি।
দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, দলের প্রতীক হিসেবে শাপলা পেতে এনসিপিকে বাধা দিলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নির্বাচন কমিশন আইন পরিবর্তনের পাশাপাশি এই কমিশনকেও পুনর্গঠন করতে হবে, কারণ কমিশনের একটি অংশ দলীয় কাজ করছে।
সিইসির সঙ্গে বৈঠকে প্রতীকের পাশাপাশি দলের নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে আলোচনা করে এনসিপি।
সূত্র: একাত্তর টেলিভিশন
+ There are no comments
Add yours