ইউনুস আলী ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বাঁশ ঝাড় থেকে প্রায় এক মণ গাঁজা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৩ মার্চ ) রাত ১০টার দিকে উপজেলার কাশিপুর সীমান্ত এলাকায় ৯৪২/এমপি পিলার এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করে বিজিবি।
বিজিবি ১৫ ব্যাটালিয়নের লালমনিরহাট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, ২৩ মার্চ রাত ১০ টার দিকে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এক অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৯৪২/এমপি হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার একটি বাঁশঝাড় সংলগ্ন ধান খেত থেকে নয়টি প্যাকেটে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ৩৭.৫ কেজি যার আনুমানিক সিজার মূল্য প্রায় এক লাখ ৩১ হাজার ২৫০ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
+ There are no comments
Add yours