খেলার খবর ডেস্ক
বাংলাদেশ ওয়ানডে সিরিজের দুটো ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পেল না। সবশেষ ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। টিমকে হতাশায় ডুবলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সুনাম ছড়িয়েছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন।
তারই পুরস্কার পেয়েছেন তারা সবশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ওপরে উঠে।
ক্রাইস্টচার্চে আগে ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করেছিল। যেখানে তামিম খেলেছিলেন ৭৮ রানের ইনিংস। ১০৮ বলে ১১ বাউন্ডারিতে খেলা ইনিংসটির সৌজন্যে ওয়ানডের ব্যাটিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রয়েছেন এখন ১৯ নম্বরে।
মোহাম্মদ মিঠুনের লাফটা আরও বেশ বড়। কিউইদের বিপক্ষে বিধ্বংসী ইনিংসে ১২ ধাপ এগিয়েছেন এই ব্যাটসম্যান। ক্রাইস্টচার্চে ঝড় তুলে ৫৭ বলে হার না মানা ৭৩ রানের ইনিংসে ৯৪ নম্বর থেকে ৮৩তম স্থানে উঠে এসেছেন মিঠুন। তবে অবনতি হয়েছে মুশফিকুর রহিমের। ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে না পারায় দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২৪তম স্থানে আছেন সাকিব আল হাসান।
ব্যাটিং র্যাংকিংয়ের সবচেয়ে উন্নতি হয়েছে জনি বেয়ারস্টোর। ভারতের বিপক্ষে পুনের ওয়ানডেতে ৯৪ রানের ইনিংস খেলে চার ধাপ এগিয়ে সেরা দশে ঢুকে গেছেন তিনি। ক্যারিয়ার সর্বোচ্চ সপ্তম স্থানে আছেন এই ইংলিশ ব্যাটসম্যান। শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি।
ওয়ানডের বোলিং র্যাংকিংয়ে চার নম্বর জায়গা ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি বোলারদের মধ্যে পরের স্থানে থাকা মোস্তাফিজুর রহমান রয়েছেন ১১ নম্বরে। নিউজিল্যান্ডে দুজনই দুটো ওয়ানডে খেলছেন, তবে তাদের অবস্থার উন্নতি কিংবা অবনতি কিছুই হয়নি। অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ১৪তম স্থানে আছেন সাকিব।
+ There are no comments
Add yours