খবর বাংলা ডেস্ক
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামিকে মুক্তি দেওয়া হয়েছে।
আসামী কারাগারে থাকাকালে তার আচার-ব্যবহার সন্তোষজনক হওয়ায় সাজা শেষ হওয়ার আগেই তাকে মুক্তির সুপারিশ করেন জেলা প্রশাসক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বুধবার (২৪ মার্চ) তাকে মুক্তি দেয় কারাগার কর্তৃপক্ষ।
এদিকে চুরির মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান মাঝির সাজার মেয়াদ প্রায় শেষের দিকে ছিল। কারামুক্তির সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ফুল এবং নতুন পোশাক দিয়ে শুভেচ্ছা জানান আব্দুর রহমানকে।
এছাড়া তাকে সাবলম্বী করতে রিকশা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক।
পরে জেলা প্রশাসক কারাগারের রান্নাঘরে খাবারের মান যাচাই, নারী কয়েদিদের সেলাই কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কারাবন্দিদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস, কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক, সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ প্রমুখ।
+ There are no comments
Add yours