এম হেলাল উদ্দিন নিরব | পটিয়া, চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া থানাধীন মোজাফফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মহাসড়কের উপর তল্লাশি চালিয়ে ৩০২০ পিস সাদা ইয়াবা সহ দুই জনকে আটক করেছে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম ৩০২০ (তিন হাজার বিশ) পিস ইয়াবাসহ তাদের আটক করে।
এদিকে আটককৃত আসামীরা হলেন, নাম- মোসাঃ পারভীন আক্তার প্রকাশ আখি(২০), সাং- জগন্নাথপুর হাজীপাড়া, ওয়ার্ড নং-১৭, খুছাবাড়ী ইউনিয়ন পরিষদ, থানা ও জেলাঃ ঠাকুরগাঁও কে চট্ট মেট্রো-চ-১১-২৯১৮ মাইক্রোবাস থেকে এবং মোঃ আবু বক্কর সিদ্দিক (২১), পিতাঃ বুর কাশিম, মাতাঃ রহিমা খাতুন, সাংঃ জাদীমুড়া, ওয়ার্ড নং-০৯, হ্নীলা ইউনিয়ন পরিষদ, টেকনাফ।
এদিকে ইয়াবা পাচারকারীদের সকাল ০৯.৩০ ঘটিকায় চট্ট মেট্টো-চ-১১-১৪১৪ স্বাধীন ট্রাভেলস্ থেকে পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মহাসড়কের উপর তল্লাশি করে ইয়াবাসহ গ্রেফতার করে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।
২০১৮ অনুযায়ী ০২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়।তথ্য সূত্রে জানা যায়, তারা যথাক্রমে কক্সবাজার হতে ঢাকা ও চট্টগ্রাম ইয়াবা পাচারের উদ্দেশ্যে বহন করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
+ There are no comments
Add yours