স্বাস্থ্যসেবা বঞ্চিত বোয়ালখালীবাসী; কাগজে থাকলেও সেবাই নেই ৯ ডাক্তার-নার্স

Estimated read time 1 min read
Ad1

আজিজুল হক চৌধুরীঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অবহেলায় নতুন মাত্রা যোগ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলাবাসীর চিকিৎসা সেবার জন্য নিয়োগ পাওয়া ৪ চিকিৎসক ও ৫ নার্স সেবা দিয়ে চলেছেন দেশের অন্যান্য হাসপাতালে। তাদের পদায়ন বোয়ালখালীতে হলেও কর্মরত রয়েছেন অন্যত্র। প্রেষণে নিযুক্ত থাকায় তারা বোয়ালখালীতে পদে থেকেও নেই। অথচ তাদের বেতন হয় বোয়ালখালীতে। তাদের পদায়ন বোয়ালখালীতে হওয়ায় এ পদে নতুন কাউকে নিয়োগও দিচ্ছেন না কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কড়লডেঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. আলী আজগর এবং সারোয়াতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সহকারী সার্জন ডা. কৌশিক জামান কাজল প্রেষণে আছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। আমুচিয়া ইউনিয়নের ধোরলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. মোকাম্মেল ইলাহী কর্মরত রয়েছেন রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পোপাদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. নাভিলা তাসনীম কর্মরত রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন নার্স রয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, বান্দরবান নার্সিং কলেজে ১জন নার্স, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর সংযুক্তিতে ১জন নার্স ও বিভাগীয় পুলিশ হাসপাতালে ১জন নার্স কর্মরত রয়েছেন। তারা বোয়ালখালীতে থেকেও নেই। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। কর্মরত অন্যত্র থাকলেও তাদের বেতন ভাতাদি হয় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। কাগজে কলমে তারা বোয়ালখালীতেই কর্মরত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন ৪-৫শত রোগী আসছেন। এছাড়া ইনডোরে শতভাগ রোগী ভর্তি থাকেন। এর মধ্যে চিকিৎসক সংকট থাকায় সেবা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে। যেসব চিকিৎসক ও নার্স প্রেষণে রয়েছেন তাদের নিয়োগ বাতিল করা হলে ওই স্থলে নতুন ডাক্তার-নার্স নিয়োগ পেলে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে।

তিনি আরো বলেন, ‘বোয়ালখালীতে ৩১টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন ২১ জন। এর মধ্যে ৪জন চিকিৎসক অন্যত্র প্রেষণে নিযুক্ত রয়েছেন। নার্স সংকট প্রকট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫টি পদের বিপরীতে মাত্র ১০জন নার্স রয়েছেন। ৫জন নার্স অন্যত্র প্রেষণে নিযুক্ত।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours