আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে বিশ বছর আগে নির্মিত ব্রিজের দুই পার্শ্বে এ্যাপ্রোচের মাটি ভরাটের দাবিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী এলাকার জনগন।
এসময় তারা বলেন দুই হাজার সালে নলছিটি উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামে দত্ত বাড়ীর পুল থেকে মানপাশা বাজার টু বোয়ালিয়া বাজার সড়কে তিনটি ব্রিজ এলজিইডির মাধ্যমে নির্মাণ করা হয়।
তবে পরিতাপের বিষয় ঠিকাদার শুধুই ব্রিজ নির্মান করেছেন তার দুই পার্শ্বে মাটি ভরাট না করায় এখন ব্রিজে উঠতে আলাদা সাকো দিতে হচেছ। যার ফলে স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীরাসহ বয়স্ক মানুষরা এই ব্রিজ গুলো ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছেন। তাই যত দ্রুত সম্ভব বর্ষা আসার আগেই এই সমস্যার সমাধান না করা গেলে এলাকায় বসবাস করা মানুষগুলো ভোগান্তি আরও বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান’র কাছে ভুক্তভোগী এলাকার মানুষদের পক্ষে মো. ফকরউদ্দীন হাওলাদারসহ বেশ কয়েকজন এ স্মারকলিপি প্রদান করেন। চেয়ারম্যান তাদের কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
+ There are no comments
Add yours