সুমন পল্লব | হাটহাজারী, চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোপার দীঘিরপাড়ে সংঘবদ্ধ ৫ জন প্রতারককে স্বর্ণের বার আটক করেছে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্প।
শনিবার(২৫জুলাই) রাত সাড়ে ৮টায় ৩২টি স্বর্ণের বার ও প্রতারনা কাজে ব্যবহৃত সরন্জামসহ সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো,মোঃ জসিম উদ্দিন,মো: ওসমান @ রুবেল (২৯), মোঃ সোলাইমান (৩৫), মোঃ ইদ্রিস (৫৮) ও মোঃ আবু জাহেদ (৩৬)। প্রত্যেকে বাড়ি চট্টগ্রাম জেলার
র্যাব-৭ ক্যাম্পের সুত্রে জানা যায়, তারা বিভিন্ন কৌশলে গল্প ফেঁদে সাধারণ মানুষকে প্রতারিত করে সর্বস্ব কেড়ে নেয়। কৌশলের অংশ হিসেবে তারা রিকশা, ভ্যান বা অটো চালিয়ে যাত্রী পরিবহন করে৷ বাহনে আগে থেকেই প্রতারক চক্রের ২/১ জন সদস্য বসা থাকে৷ বাহনে সাধারণ যাত্রী উঠার কিছুক্ষণ পরে চালক হঠাৎ করে তাদের বলে, “ভাই,আপা, আমি পড়ালেখা জানি না। আমার চাচা চিঠিসহ এই বক্সটা আমাকে দিয়েছেন, আমি বক্সটা কুড়িয়ে পেয়েছি।
দেখেন তো কী লেখা আছে?” যাত্রীরা প্রতারণাপূর্ণ চিঠিটি পড়ে মনে করে পিতলের তৈরি বারটি আসল সোনার বার। তখন ওই চালক এবং ছদ্মবেশী অন্য সদস্যরা যাত্রীদেরকে নকল বারটি কিনতে উদ্বুদ্ধ করে। যাত্রীরা ফাঁদে পড়লে বারটি কিনে নেন অথবা তাদের কাছে থাকা আসল গহনার বিনিময়ে নিয়ে প্রতারিত হন। একইভাবে তারা নিজেরাই বারটি রাস্তায় ফেলে নিজেরা কুড়িয়ে নিয়ে পেয়েছি বলে চিৎকার দিয়ে সাধারণ পথচারীদের প্রতারিত করে। এছাড়াও তারা সাধারণ যাত্রী, পথচারীদের চেতনানাশক মলম ব্যবহার করে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন মুটোফোনের প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেন,সেই তিনি আরো জানান, তারা দীর্ঘদিন যাবত নকল স্বর্ণের বার তৈরি করে পরবর্তীতে যাত্রীবাহী সিএনজি বা অটোরিক্সায় যাত্রী বেশে নিরীহ জনগণকে নকল স্বর্ণের বার দেখিয়ে ধোকা দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।গ্রেপ্তারকৃত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী মডেলা থানায় হস্তান্তর করা হয়।
+ There are no comments
Add yours