খবর বাংলা ডেস্ক
চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। আউটার রিং রোড প্রকল্পের আওতায় সাগরপাড়কে নান্দনিকতার সঙ্গে তৈরি করা হয়েছে। সৈকতকে সামনে রেখে বসার ব্যবস্থাসহ রাতের বেলায় আলোর ব্যবস্থাও করা হয়েছে। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিপুল অর্থে গড়ে তোলা সৈকত প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছে। আর বাজেট না থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে নান্দনিকতা হারাচ্ছে। এ প্রেক্ষাপটে রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সিডিএ।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের গণমাধ্যমকে বলেন, আর্ন্তজাতিক মানের সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলা হবে। যেখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ক্যাবল কারসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। ৬ কিলোমিটার দীর্ঘ সৈকতকে দুটি জোনে ভাগ করে বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনা করা হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই পরিকল্পনার কাজ শুরু হবে। যেহেতু ব্যয়বহুল প্রকল্প তাই টিকিট কেটে ফি দিয়েই সৈকতের নির্ধারিত অংশে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের।
+ There are no comments
Add yours