হেফাজতকে ইসলাম ধর্মের নামে রাজনীতি ও ব্যবসা করতে দেওয়া হবেনা- আ জ ম নাছির

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক 

হেফাজতকে ইসলাম ধর্মের নাম দিয়ে রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

হেফাজত ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে নগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ তিনি একথা বলেন।

আজ রোববার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত নগরের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বর , বহদ্দারহাট মোড় ও অক্সিজেন মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে নগর আওয়ামীলীগ |

দলীয় কার্যালয় চত্বরের সমাবেশে আ জ ম নাছির বলেন, প্রয়োজনে নগর আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে হেফাজতের যে কোন কর্মসূচি প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর এ অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্র প্রধানরা এসেছেন। তাদের আগমন নিয়ে হেফাজতের কোন মাথা ব্যথা ছিল না। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে তারা বিএনপি-জামাতের ইন্ধনে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখানে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। বিএনপি- জামাত ও স্বাধীনতা বিরোধী চক্র হেফাজতকে সামনে রেখে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা তাদেরকে শক্ত হাতে দমন করবো।

পৃথক পৃথক সমাবেশে নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী , সিটি মেয়র নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী , মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি নঈম উদ্দিন আহমেদ ,এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধূরী, মহানগর যুবলীগ নেতা মাহবুবুল হক, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এডভোকেট জিয়াউদ্দিন জিয়াসহ ওয়ার্ড ও থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours