রাঙ্গুনিয়ায় ট্রাক চালকের অপহরনের অভিযোগ, ৫ দিনেও মেলেনি খোঁজ

Estimated read time 1 min read
Ad1

জাহেদুল হক, রাঙ্গুনিয়া:

গত ২৫ মার্চ (২০২১) বৃহস্পতিবার সকালে বেতাগীতে একটি বালির ভাড়া নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় ট্রাক ড্রাইভার মো. আজিজুল হক (২২)। তার বাড়ি রাঙ্গুনিয়া ১৩ নং ইসলামপুর ইউনিয়নে। তার চালিত ড্রাম টাকসহ আজ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। ঐদিন (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে তার মা তাকে ফোন করা হলে সে ১ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা বললেও সে আর আসেনি।

পরে বার বার তার ফোনে ফোন করা হলে রিসিভ করা হয়নি। পরেরদিন সকাল ৭টার দিকে তার বোন আজিজুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে অচেনা একজন ফোন তুলে, তার ভাই কোথায় জিজ্ঞাসা করলে লোকটি বলে সে বাইরে গেছে এরপর ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

এদিকে সোমবার সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়া থেকে নিখোঁজ আজিজুল হকের বাবার মোবাইলে ফোন দিয়ে তার পুত্র দাউদকান্দি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের খবর দেন আবুল কালাম আজাদ নামে পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তি। এসময় উদ্ধারকৃত আজিজুল হকের শারীরের নাজুক পরিস্থিতি হয়েছে জানিয়ে তাকে জরুরী ভিত্তিতে অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন বলে জানান আবুল কালাম আজাদ নামের ব্যক্তি। এজন্য জরুরী ভিত্তিতে ১৫ হাজার টাকা লাগবে বলেও জানান দাউদকান্দি থানার এসআই পরিচয় দেওয়া ওই ব্যক্তি।

এদিকে অসহায় বাবা, সন্তানের উদ্ধারের কথা শুনে যেমন আনন্দিত, তেমনি পুত্রের শারীরিক বেহাল অবস্থার কথা শুনে বিচলিত। তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে ১০ হাজার টাকা পরে ৫ হাজার টাকা পাঠিয়েও দেন। শেষমেষ ছুটে চলেন পুত্র উদ্ধারে।

কুমিল্লায় থাকা তার এক আত্মীয়কে আগে পাঠিয়ে দেন ঘটনাস্থলে। ওই আত্মীয় গিয়ে দেখেন দাউদকান্দি থানায় আবুল কালাম আজাদ নামে কোন পুলিশই নেই। মুঠোফোন নাম্বারটিও বন্ধ। তিনি বুঝতে পারেন, তার পুত্র নিখোঁজের ঘটনায় প্রতারক চক্র পুলিশ পরিচয়ে তার সাথে প্রতারণা করেছেন।

নিখোঁজ আজিজুল হকের বাবা আবদুল হাকিম বলেন, তার সন্দেহ কেউ শত্রুতা করে তার ছেলেকে অপহরণ করেছে। তার চালিত ডাম্প ট্রাকটিও পাওয়া যাচ্ছে না। ছেলের সন্ধ্যান পেলে তিনি তার (০১৮২০-৩০৮৫৭৯) মুঠোফোন নম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান, ‘আজিজুল হক নামে এক ট্রাক ড্রাইভার নিখোঁজের ব্যাপারে তার বাবা একটি নিখোঁজ ডায়েরি করেছেন। আমরা তার সন্ধ্যান বের করার চেষ্টা চালাচ্ছি।’

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours