খবর বাংলা ডেস্ক:
নগরীর হালিশহর থানাধীন সাগর পাড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ মার্চ) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হালিশহর থানা পুলিশ।
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি পানিতে ভেসে এসেছে। উদ্ধার করে মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
+ There are no comments
Add yours