আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার (৬০) টিকা নেয়ার ২১দিন পরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ আবুল বাশার বাদশা।
তিনি জানান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার (৬০) কাঠালিয়া সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা। মহিউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ১০মার্চ বরিশাল জেনারেল হাসপাতালে তিনি করোনা টিকা নেন। টিকা নেয়ার ৪দিনের ব্যবধানে তার জ্বর আসে।
একই সঙ্গে করোনার উপসর্গও দেখা দেয়। ২৪ মার্চ করোনা টেস্ট করালে ২৫মার্চ প্রকাশিত রিপোর্টে করোনা পজিটিভ আসে। ক্রমান্বয়ে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা টিকা নেয়ার ২১দিন পরে মৃত্যু হয়।
+ There are no comments
Add yours