মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।নিহতের নাম মোঃ জসিম উদ্দিন (৩৭) বলে জানা গেছে।নিহত জসিম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ পেশকার পাড়া এলাকার মোঃ কবির উদ্দিনের পুত্র।
১ এপ্রিল (২০২১) বৃহস্পতিবার ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সড়কে বিকাল সাড়ে ৫ টায় বাংলা বাজার অংশে ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়,মোটর সাইকেল যোগে মোঃ জসিম চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড ফেরার পথে ফৌজদারহাট বায়েজিদ সড়কে একটি ড্রাম ট্রাক তাকে পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এই বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী বলেন, ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়।আমরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করি।ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours