রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

Estimated read time 0 min read
Ad1

নিহার বিন্দু চাকমা, রাঙামাটি:

বিশ্বব্যাপী মহামারি নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান নিশ্চিত ও সরকারি নির্দেশনা ১৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্দ্যোগে রাঙামাটি সদরের বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি, ভেদভেদী, কলেজ গেইট এলাকায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার ( ১লা এপ্রিল) সকাল সাড়ে দশটায়  রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মাস্ক না পড়ায় রিজার্ভ বাজার এলাকায় ৬ জন ব্যক্তিকে ১৪০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও আসন্ন রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারও মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় মূল্যতালিকা না রাখায় এবং মেয়াদউত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রির অপরাধে ২জন ব্যবসায়ীকে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোষ সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ উর্মুধ্বখী। রাঙামাটিতে জনসাধরণের মাস্ক পরিধান নিশ্চিত করতে স্বাস্থ্য বিধি প্রতিপালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং এ আছি।

আসলে জরিমানা করা বা শাস্তি প্রদান করা আমাদের কর্তব্য। জনগণকে সচেতন করার জন্য সবসময় মাঠে আছি। পাশাপাশি আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় বাজারের মূল্য মনিটরিং করছি। যাতে কোন ভেজাল খাদ্যদ্রব্য বা মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট সবসময় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours