খবর বাংলা ডেস্ক
কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব পর্যটন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে আপাতত সব হোটেল মোটেল গেস্টহাউজ খোলা থাকবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
এদিকে, ঘোষণা দেওয়ার আগেই বৃহস্পতিবার বিকেল থেকে পর্যটকদের সৈকতে নামতে বাঁধা দেওয়া হয়।
+ There are no comments
Add yours