দেলোয়ার হোসাইন টিসু,উখিয়া (কক্সবাজার) :
শুক্রবার (২ এপ্রিল) মধ্য রাতে আনুমানিক আড়াই টার দিকে উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে ৫ টি কাপড়ের দোকান আগুনে পুড়ে যায়। এতে দোকানে কর্মরত ৩ কর্মচারীর আগুনে পুড়ে মৃত্যু হয়।
নিহতেরা হলেন- আনসারুল্লাহ, ফরিদুল ইসলাম ও মুহাম্মদ আয়াছ । নিহত তিনজনের বয়স ২০ থেকে ২৫ বছর। তারা তিনজনই দোকানের কর্মচারী। তিনজনই রোহিঙ্গা নাগরিক।এ তথ্যটি নিশ্চিত করেছেন রাজাপালং ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বাজার কমিটির সভাপতি হেলাল উদ্দিন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুপালং বাজারে রাত আনুমানিক আড়াই টার দিকে বক্তিয়ার মার্কেটের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়,খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ব্যবসায়ী, স্থানীয় মানুষ ও রেড ক্রিসেন্ট সোসাইটির ইমারজেন্সি রেসপন্স টিমের স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেই। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক বলেন, কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে অগুন নিয়ন্ত্রণে কাজ করি। দোকানে কর্মরত বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজুল ইসলাম, আনসার উল্লাহ ও আয়াজ উল্লাহর মৃত দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
+ There are no comments
Add yours