আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী
চট্টগ্রামের বোয়ালখালীতে জয় সরকার (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (২ এপ্রিল) সকালে বোয়ালখালী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি মর্গে পাঠায় বোয়ালখালী থানা পুলিশ।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, উপজেলার পোপাদিয়া ইউনিয়নে বিদগ্রামের নিরেশ সরকারের ছেলে জয় সরকার বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির উঠোনের একটি রেইনট্রি গাছের সাথে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ঘরের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
+ There are no comments
Add yours