আন্তর্জাতিক খবর ডেস্ক:
ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে তিন অস্ত্রধারী নিহত হয়েছেন।
শুক্রবার (২ এপ্রিল) রাজ্যটির পুলওয়ামা শহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চার থেকে পাঁচজন সন্ত্রাসী সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ওই এলাকায় আরও সন্ত্রাসী ধরতে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।
+ There are no comments
Add yours