সুজন চৌধুরী:
হালদা নদীতে মা মাছ বৃদ্ধির লক্ষ্যে হালদার রেণু থেকে সরকারী হ্যাচারির পুকুরে পোনা বড় করে হালদা নদীতে অবমুক্ত করা হয়। দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র এই হালদা নদীকে রক্ষা এবং এখানকার মাছের নিয়মিত প্রজনন অব্যাহত রাখতে এসব পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে হাটহাজারীর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে হাটহাজারীর মদুনাঘাটে এ পোনা অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা ফারহানা লাভলী,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় ডিম সংগ্রহকারীগণ।
+ There are no comments
Add yours