খবর বাংলা ডেস্ক
নিউজিল্যান্ড থেকে হাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবারে সকালে বাংলাদেশ ক্রিকেট দল বিমানবন্দর থেকে বাসায় ফিরলেও মোস্তাফিজ থেকে যান বিমানবন্দরেই। কারন তার উদ্দেশ্য আইপিএলে অংশগ্রহণ করবে।
এদিকে বিমানবন্দর থেকেই ৩টা ৩০ মিনিটের ফ্লাইটে ভারতে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজ।
আইপিএল রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন এই কাটার মাস্টার।
আগেই বার্তা পেয়েছিল, নিউজিল্যান্ড থেকেই ভারত যাবেন তিনি। তবে করোনাকালে বিধি নিষেধের কারণে সেটা সম্ভব হয়নি। দেশে ফিরে কয়েক ঘণ্টা বিমান বন্দরে বিশ্রাম নিয়েছেন। এরপর বেলা ৩টা ৩০ মিনিটে ভারতের উদ্দেশে রওয়ানা হন।
তবে এর আগে নিউজিল্যান্ড থেকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়েই দেশের মাটিতে পা রাখেন মোস্তাফিজ । আর বিমানবন্দর থেকে বের হলে তাকে আবারও কোভিড পরীক্ষা করানো লাগতো।
এদিকে মোস্তাফিজ কলকাতা হয়ে তার পর যাবেন মুম্বাইয়ে। নিয়ম অনুযায়ী সাত দিন কোয়ারেন্টিনে করতে হবে। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই এবারের আইপিএল মিশন শুরু হতে পারে বাংলাদেশ পেসারের।
এবারের আইপিএলে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।
+ There are no comments
Add yours