ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৪৪ জনের মৃত্যু।

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক :

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপে বন্যায় এই ভূমিধসের ঘটনাটি ঘটে ।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য সূত্রে,
খবরে বলা হয়েছে, ইস্টার সানডে উদযাপনের কয়েক ঘণ্টা আগে টানা বর্ষণে বন্যা দেখা দেয়। এতে ধর্মালম্বী অধ্যুষিত অঞ্চলটি বন্যা ও ভূমিধস হয়। বাড়ি-ঘরে কাদা ঢুকে গেছে, সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাতি বলেন, পূর্ব ফ্লোরেস এলাকায় ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে। অনেকেই এখনও কাদার নিচে আটকা রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তারা প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এখনও পরিচালনা করতে পারছেন না।

মুখপাত্র জাতি আরও জানান, এই সপ্তাহে চরম প্রতিকূল আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, পৃথকভাবে রবিবার বিমা শহরে বন্যায় দুজনের মৃত্যু হয়েছে। এখানে চারটি উপ-জেলাতে বন্যায় প্রায় ১০ হাজার বাড়ি-ঘর তলিয়ে গেছে। টানা ৯ ঘণ্টার বৃষ্টিতে এই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

বর্ষার মওসুমে ভয়াবহ ভূমিধস ও বন্যা দেখা দেয় ইন্দোনেশিয়ায়। জানুয়ারিতে পশ্চিম জাভার একটি শহরে বন্যায় ৪০ জনের প্রাণহানি হয়েছিল। গত বছর সেপ্টেম্বরে বর্নেও এলাকায় ভূমিধসে ১১ জন মারা যান।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours