মুহাম্মদ উজ্জ্বল :
রবিবার ( ৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং মোড়ে বন্দরের ২ নম্বর সিসিটি গেট সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মিনহাজুল ইসলাম (৪৩) নামে এক ডিজিআইএফ সদস্যদের মৃত্যু হয়েছে।
বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা থেকে বন্দরের দিকে আসছিলেন মিনহাজুল ইসলাম।
বালুর স্তূপে পিছলে ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিনহাজুল ইসলাম ডিজিআইএফ চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে চিফ পেটি অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যও ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
+ There are no comments
Add yours