এম আতিক উল্লাহ চৌধুরী
হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদ ইউনিয়নে মোহাম্মদ সরওয়ার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মন্দাকিনী খায়রুজ্জামান মুন্সির বাড়ীর নুরুল হুদা সওদাগরের ছেলে।আজ দুপুর ১২:৩০ মিনিটের দিকে নাজিরহাট কলেজ গেইটের সামনে নিজস্ব কলোনীতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর ১২:৩০মিনিটের দিকে সরওয়ার তাদের কলোনির একটি রুমে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার ছোট ভাই ফয়েজ ও তার মামা নজরুল ইসলাম সহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বাদে এশা খায়েরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে জানান তার চাচাতো ভাই মোহাম্মদ রাশেদুল আলম।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
+ There are no comments
Add yours