সাবরীন জেরীন |
টাঙ্গাইলে এক ম্যাজিস্ট্রেটের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ সকাল ১১ টা ১৫ মিনিটের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এর বাসায়।
তার পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তার স্ত্রী ডা: নূর মাধুরী ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে ময়মনসিংহে যোগদান করায় তার পরিবারসহ ময়মনসিংহ শহরে ভাড়া বাসায় থাকতেন।
এঅবস্থায় ডা. মাধুরীর বাবা ওই দিন সকালে হার্ট অ্যাটাক করেন, তাই বাসা তালাবদ্ধ রেখে তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। এই সুযোগে চোর তার বাসার তালা ভেঙ্গে প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ ৩০ (ত্রিশ) হাজার টাকা নিয়ে যায়।
সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখে বোঝা গেছে, এক যুবক চুরি করার পুর্ব পরিকল্পনায় তালা ভাঙ্গার মালামাল নিয়ে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে পাহাড়ায় দেবার জন্য আরেক যুবক অবস্থান করে সিঁড়িতে। ঠিক ৩ মিনিট পর ভেতরে ঢোকা যুবক চুরি করে বের হয়ে যায়। ধারনা করা হচ্ছে এই দুই যুবক পেশাদার চোর।
এ ব্যাপারে স্থানীয় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করা গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
+ There are no comments
Add yours