কক্সবাজার হিমছড়িতে ভেসে উঠলো বিশালকৃতির মৃত তিমি

Estimated read time 0 min read
Ad1

মিলটন ওয়াদাদার |  কক্সবাজার

কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে শুক্রবার (৯এপ্রিল) দুপুরে মরা পঁচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সাগরের পানিতে ভাসতে ভাসতে মৃত তিমিটির সামনের অংশ বিকৃত হয়ে গেছে। পূর্ণ ভাটা থাকায় সাগরের বালুতটে পড়ে থাকা মৃত তিমি স্পষ্ট দৃশ্যমান হয়।

খবর পেয়ে জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ, বনবিভাগ, পরিবেশ অধিদফতরের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় জেলেরা ধারণা মৃত তিমিটির অনুমান ৭বছর বয়স হবে।মারা যেতে পারে ৭দিন আগে।

প্রত্যক্ষদশীরা ধারণা করছে,লকডাউনের কারনে সাগরের মাছ ধরার ট্রলার বন্ধ। তিমিটি সহজেই তীরে ভেসে এসেছে।প্রানীসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, মৃত তিমিটি ৪৪ফুট দীর্ঘ এবং ২৬ফুট প্রস্থ।

মৃত প্রাণীটিকে ঘিরে সবার মাঝে দেখা দিয়েছে কৌতুহল। একনজরে দেখতে ভিড় করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা। অনেকেই তিমির পাশে ঘেঁষে ছবি তুলছে।
লাইভ করছে গনমাধ্যম কর্মীরা।

এদিকে সাগরপাড়ে তিমি ভেসে উঠার খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছান। মৃত তিমিটি দেখে এডিসি পরিদর্শন শেষে বলেন,এটি তিমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোন প্রজাতির তিমি নিশ্চিত করতে পারেননি।প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে কথা বলে করণীয় ঠিক করা হবে।

তিনি আরো বলেন, সাগরে লক্ষ প্রজাতির প্রাণীর বিচরণ, মাঝে মধ্যে কিছু প্রাণী মারা যাওয়াটাই স্বাভাবিক। তবে কোন কারণে মারা গেছে,তা নির্ণয়ের চেষ্টা করা হবে।
উল্লেখ্য যে,গত লকডাউনে কক্সবাজার সমুদ্র সৈকতে জীবিত ডলপিনের দেখা মেলে, এবার আসলো মৃত তিমি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours