খবর বাংলা ডেস্ক |
কক্সবাজারের হিমছড়ি সৈকতে ফের ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। আজ শনিবার (১০ এপ্রিল) ভোর ৬টায় এটিকে বালিতে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। ইতোমধ্যে তিমিটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। অনেকে এটিকে মুঠোফোনেও ধারণ করছেন।
হিমছড়ি সৈকতে আরও একটি মৃত তিমি ভেসে আসার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ।
এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের জোয়ারের সঙ্গে ভেসে আসে বড় একটি মৃত তিমি। এটি একইদিন রাত ১টায় মাটিতে পুঁতে ফেলা হয়। গবেষণার জন্য হাড় ও অন্য প্রত্যঙ্গ সংগ্রহের জন্য পুঁতে ফেলা স্থানটি সংরক্ষণ করছে সমুদ্র ও মৎস্য গবেষণা ইন্সটিটিউট।
+ There are no comments
Add yours