সুজন চৌধুরী | চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম: বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে ধলই ইউনিয়নের হালদার পাড়ে এক অভিযানে এসব জাল জব্দ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি।
তিনি খবর বাংলাকে বলেন, হালদা নদীর ব্রুড মাছ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়, অভিযানকালে আটক করার পূর্বেই একজন পালিয়ে যায়।
তিনি আরো বলেন, হালদা রক্ষায় তীরবর্তী বাসিন্দারা যদি আরও একটু সচেতন হয় তবে হালদা নদীর মৎস্য উৎপাদন আরো বেড়ে যাবে।
+ There are no comments
Add yours