উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করলেন জেলা প্রশাসক মামুনুর রশিদ

Estimated read time 1 min read
Ad1

দেলোয়ার হোসাইন টিসু | উখিয়া:

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানীয় ১২৬ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

শনিবার (১০ এপ্রিল) ১২টায় উখিয়ার বালুখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি পরিবারে ৩ বান্ডেলে ২৪ পিস করে মোট ৩০২৪ পিস ঢেউটিন ও প্রতি পরিবারে গৃহ নির্মাণের জন্য ৯ হাজার টাকা করে মোট ১১,৩৪,০০০ টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় রোহিঙ্গার ৯ হাজার ৩শ টি ঘর পুড়ার পাশাপাশি বাংলাদেশীদ ১২৬ টি পরিবারের ঘর পুড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের দ্রুত সহায়তা পৌঁছে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ ৩ বান্ডেল করে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য ৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময় তিনি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার নির্দেশ দিয়েছেন।

উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত স্থানীয় পরিবারকে শুরু থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অক্লান্ত প্রচেষ্টায় স্থানীয়দের ত্রাণ সহায়তা করে আসছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় পরিবারের খোঁজখবর নিয়ে সহযোগিতা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে তিনি উখিয়া উপজেলা সর্বস্তরের জনসাধারণ পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উখিয়া উপজেলা নির্বাহি অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে এর আগেও প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল, শুকনা খাবার (ডাল, তেল, লবণ, গুড়া গলুদ, মরিচ, পেয়াজ, রসুন, আলু, মোমবাতি, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট), ৭৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। আজও ২৪ পিস ঢেউটিন ও ৯ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমিমুল আহসান খান, রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আল মামুন, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমএ মন্জুর, সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ, জেলা সেচ্চাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন জুয়েল, উখিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাইদ মো: আনোয়ার, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মকুল, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সবুজ সেন পালংখালী ইউপি ২নং ওয়ার্ড মেম্বার বকতার আহম্মদ, ৩নং ওয়ার্ড মেম্বার মোজাফ্ফর আহম্মদ, ১,২,৩নং ওয়ার্ড মহিলা মেম্বার পারভীন আক্তার মুন্নি প্রমুখ।

প্রসঙ্গত ২২ মার্চ (সোমবার) দুপুর ২ ঘটিকা নাগাদ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮-ওয়েস্টে অনাকাঙ্ক্ষিত এক অগ্নি দুর্ঘটনার সৃষ্টি হয়,তা পরবর্তীতে ক্যাম্প ৯, ক্যাম্প ১০, ক্যাম্প ১১ সহ মোট চারটি ক্যাম্পের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী শিশুসহ ১৫ জন রোহিঙ্গা মৃত্যুবরণ করেছে। ৯ হাজার ৬০০টি মত ঘর পুড়েছে এত ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ হাজার রোহিঙ্গা। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় ঘর পুড়েছে প্রায় দেড় শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ টাকার সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠান। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত ভাবে জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours