মিলটন ওয়াদাদার| কক্সবাজার
কক্সবাজার জেলার উত্তর বন বিভাগের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী হাজী পাড়া এলাকায় প্রশাসনের কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবং প্রকাশ্য চলছে পাহাড় কাটা ও জবর দখল করে ঘর নির্মাণের কাজ।
স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে নাপিতখালী বিট অফিস ম্যানেজ করে পাহাড় কেটে বসতঘর নির্মাণ কাজ চলছে। এইভাবে পাহাড় কাটা,ঘর নির্মাণ চলমান থাকলে বিপর্যয় ও পাহাড় ধসে সম্মুখীন হবেন এবং ঘর বাড়ি নির্মাণ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দেবে।ক্ষতি হবে পরিবেশের, বিলুপ্ত হবে পাহাড় ও বন্য প্রাণী।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, কক্সবাজার সদরে ইসলামপুর ইউনিয়নের হাজী পাড়ার এলাকার জাফর মাঝি ও তার পুত্র সাইফুল ইসলামের নেতৃত্বে পাহাড় কেটে ঘর নির্মাণ করা হচ্ছে।
নাপিতখালী বিট অফিসার গোলাম কবির এই ব্যাপারে বলেন, বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হবে।বিট অফিসারকে পাঠানো হচ্ছে বলে জানান ফুলছড়ি রেঞ্জার মাজাহারুল ইসলাম।
তদন্তে সাপেক্ষে বিষয়টি দেখচ্ছি বলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন উত্তর বন বিভাগের এসিএফ মাসুদ রানা।
+ There are no comments
Add yours