মিলটন ওয়াদাদার | কক্সবাজার
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আমিন আল পারভেজকে গত ৯ ও ১০এপ্রিল কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসা মৃত তিমি ২টির বিষয়ে পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনেরDC coxsbazar নামক ফেসবুক আইডিতে দেওয়া পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। পোস্টে বলা হয়েছে, হিমছড়ি পয়েন্টে ভেসে আসা মৃত তিমি ২টির মৃত দেহ থেকে সংশ্লিষ্টদের সহায়তায় কিছু নমুনা রেখে মৃত তিমি ২টিকে সমাহিত করা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরের দরিয়ানগর এলাকার সমুদ্র সৈকতে গত শুক্রবার ৯এপ্রিল বেলা দেড়টার দিকে সৈকতের জোয়ারের পানিতে ভেসে আসে মৃত তিমি। তিমিটি লম্বায় ৪৬ফুট ও প্রস্থে ২৫ফুট। পরে তিমি মাছটি দেখতে স্থানীয়রা সৈকতে ভিড় জমায়।
পরে শনিবার ১০এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে আরো একটি মৃত তিমি কক্সবাজারের সৈকতের হিমছড়িতে ভেসে আসে। শনিবার ভেসে আসা তিমিটি লম্বায় ৪৩ফুট,প্রস্থে ১৪ফুট বলে জানা গেছে।
+ There are no comments
Add yours