মিলটন ওয়াদাদার | কক্সবাজার
কক্সবাজার বিমানবন্দর এলাকায় রবিবার (১২এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঁকখালী নদীর মোহনা থেকে বস্তাভর্তি ২হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য বাঁকখালী নদীর ডেজিং করে মাটি এনে ভরাটের কাজ চলছিল। শ্রমিকরা মাটি খুঁড়াখুড়ির মধ্যে বস্তাভর্তি গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারা ও বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে গুলিসমূহ উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে, এবং মডেল থানার পুলিশ জানান, উদ্ধার করা বস্তা ভর্তি গুলি গুলো মেশিন গান,থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি।
পুলিশ আরো জানান, গুলি গুলো অনেক পুরোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০বছর আগের পুরোনো গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের কাছ থেকে রিপোর্টের পর বিস্তারিত তথ্য জানতে পারা যাবে বলে জানিয়েছেন।
+ There are no comments
Add yours