আজিজুল হক চৌধুরী | চট্টগ্রাম
চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনায় সংক্রমিত ৩০৫৩ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় করোনা সংক্রমিত হয়ে ৩৫ জন মারা গেছেন। ১২ এপ্রিল সোমবার সকাল পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ৭ দিনে ১৬ হাজার ৮৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩০৫৩ জনের পজিটিভ আসে। সংক্রমণের হার ২০ শতাংশ। বিদেশগামীদের পরীক্ষা বাদ দিলে সংক্রমণের হার ২৫ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৪৪ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে শহরের ৩৫ হাজার ৯৮৩ জন। বিভিন্ন উপজেলার ৮ হাজার ৮৭৭ জন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।
+ There are no comments
Add yours