স্পোর্টস ডেস্ক: গোড়ালিতে বড় চোট পাওয়ায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
১২ আগস্ট পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ইতালিয়ান ক্লাব আতালান্তার মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দলের অন্যতম প্রধান অস্ত্র এমবাপ্পেকে বাইরে রেখেই কৌশল সাজাতে হবে কোচ টমাস টুখেলকে।
গোড়ালির চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন ২১ বছর বয়সী তারকা। সেঁত-এতিয়েনের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালে এই চোটে পড়েন তিনি।
তবে আশা করা হচ্ছে, পিএসজি যদি আতালান্তাকে হারাতে পারে তবে ১৮ আগস্ট সেমিফাইনালে মাঠে দেখা যেতে পারে এমবাপ্পেকে।
স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে ফরাসি ফরোয়ার্ডের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এমনটাই জানিয়েছে পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা আরও জানায়, ‘প্রায় তিন সপ্তাহের জন্য সাইড লাইনে এমবাপ্পের বসে থাকতে হতে পারে বলে আশা করা হচ্ছে। ’
সূত্রঃ- অল-ফুটবল।
কেবি/ রায়হান-কক্স
+ There are no comments
Add yours