আকাশ মার্মা মংসিং | বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনার প্রকোপ ঠেকাতে কড়াকড়ি লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে নাইক্ষংছড়ি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ও সেনাবাহিনী। অতি জরুরী প্রয়োজন ছাড়া নাইক্ষংছড়িতে কোন লোকজন তেমন চোখে পড়ে না।
১৬ এপ্রিল শুক্রবার থেকে নাইক্ষংছড়ি সদরের প্রবেশ মুখ নারিকেল বাগান ও বিজিবি স্কুল এলাকায় নাইক্ষংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে পুলিশ সদস্য ও সেনাবাহিনী সড়কে অবস্থান নিচ্ছে কড়া টহলে।
এইদিকে নাইক্ষংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, থানার মোড় ও উপজেলা গেইট, বাস স্টেশন, বাজার, বিছামারা, এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের টহল দিতে দিচ্ছে। তবে কঠোর অবস্থান নেওয়া জন্য জনগনকে আরো সতর্কতা অবলম্বন করা জরুরি।
+ There are no comments
Add yours