ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ফুলবাড়ীয়া উপজেলার আনুহাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত মৈত্র করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে নিজ বাড়িতে অবস্থান না করে তিনি ঘুরছেন বাজারে বাজারে। এতে করে জনগনের মাঝে আতংক বিরাজ করছে।
গতকাল তিনি কেশরগঞ্জ বাজারের আমিরুলের ঔষধের দোকানে, জয়নালের মুদির দোকান সহ বিভিন্ন চায়ের স্টলেও আড্ডা দিয়েছেন বলে বাজারবাসী জানিয়েছেন। আজও সন্ধ্যার পর থেকে তিনি বাসায় ছিলেন না। তার বাড়ী ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও (ঠাকুরবাড়ি) গ্রামে।
রনজিত মাস্টারের স্ত্রী বলেন, তিনি মানষিক রোগী তাই তাকে বাড়িতে রাখার চেষ্টা করেও পারছিনা। মাঝে মাঝে এদিক-সেদিক চলে যায়। তবে আমরা এখন থেকে তাকে ঘরে রাখার জন্য প্রাণপন চেষ্টা করবো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ বলেন, গত ১৪ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের রিপোর্টে রনজিত মাস্টারের করোনা পজেটিভ আসে। করোনা পজেটিভ হওয়ার পর তাকে নিজ বাড়িতে রাখার জন্য তাকে ও তার পরিবারকে পরামর্শ দিয়েছি। তারপরও যেহেতু তিনি হাটে-বাজারে আসা-যাওয়া করছেন, সেহেতু তার কাছ থেকে সকলে দূরে থাকবেন।
+ There are no comments
Add yours