আকাশ মার্মা মংসিং | বান্দরবান
বান্দরবান থানচি উপজেলা দুর্গম পাহাড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের একটি যৌথ দল এ অভিযানে তিন কেজি ৮৫০ গ্রাম আফিমসহ মউসিং ত্রিপুরা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃৃত হলেন মাংলুং হেডম্যান পাড়া গ্রামে অংথহা ত্রিপুরার ছেলে।
শনিবার ১৭ এপ্রিল দুপুরে বান্দরবান জেলার থানচি উপজেলার এলাকা থেকে অভিযান পরিচালনা সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
এইদিকে পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রাম র্যাব-৭ এর একটি তথ্যের ভিত্তিতে র্যাব-৭, বিজিবি ও পুলিশের একটি যৌথ দল থানচি উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এসময় তার হাতে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করে আটক করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম উৎপাদন সহ প্রক্রিয়াজাত করে পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। যা উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৫ লক্ষ টাকা।
তিনি আরো জানান, মউসিং ত্রিপুরা(৩৭) বিরুদ্ধে থানচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তাকে রোববার বান্দরবান আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে।
+ There are no comments
Add yours