সুজন চৌধুরী | চট্টগ্রাম ব্যুরো
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ২২৭ জন।
এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।
সোমবার ( ১৯ এপ্রিল) দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭ টি ল্যাবে ১ হাজার ১৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩০ টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৩ টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৮৮ টি, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ২২৬ টি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫০ টি এবং আরটিআরএল এ ৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৫১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ২৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জন এবং আরটিআরএল এ ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি এবং কক্সবাজার মেডিকেল কলেজ এ নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৯৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৩৮ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৪৯ জন এবং উপজেলায় ৪৪ জন। নগরে মৃত্যু হয়েছে ৫ জনের এবং এই দিন উপজেলায় কোনো হয়নি । করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪৬৪ জনের মৃত্যু হলো।
+ There are no comments
Add yours