আমির হোসেন | ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে প্রশংসায় যেন ভাসছেন নলছিটি উপজেলা প্রশাসন। মাত্র অল্পদিনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে নলছিটি উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রমাসনের সহায়তায় চালিত ভ্রাম্যমান মৎস্য বাজার। করোনকালীন সময়ে ক্রেতাদের সুবিধার্থে এ বাজার চালু করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে মৎস্য বাজারের সার্বিক খোজ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা ও ক্ষেত্র সহকারী এসএম সোয়েব কিরন।
এসময় তারা বলেন,করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমান বাজারের পাশাপাশি মৎস্য ও মৎস্যজাত পন্য, মৎস্য খাদ্য, ও মৎস্য চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধ/ সরঞ্জামাদি নিরবিচ্ছিন্ন উৎপাদন, পরিবহণ ও বিপণনে সহায়তা প্রদানের লক্ষ্যে আমরা স্বাস্থবিধি মেনে নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা মূলক সভা করছি।
এমন পরিস্থিতিতে খুচরা বিক্রেতা ও ভোক্তাগন যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে।
ভ্রাম্যমান মৎস্য বাজারে বিক্রেতা আলী হোসেন বলেন,আমরা ক্রেতাদের ভালোই সাড়া পাচ্ছি। প্রতিদিন বিক্রিও ভালোই হচ্ছে আর আমরা পাইকারি ক্রয় করার জন্য উপজেলা মৎস্য দপ্তরের সহায়তা নিচ্ছি।
করোনার কারনে সাধারনের বাহিরে বের হওয়া নিষেধ রয়েছে। তাই আমরা বাজার নিয়ে তাদের কাছে হাজির হচ্ছি যার কারনে তারাও সুবিধা পাচ্ছেন।
প্রশাসনের এই মহৎ উদ্যোগকে সাধারণ ক্রেতারা স্বাগত জানিয়ে মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
[ খবর বাংলা টোয়েন্টিফোরে প্রতিনিধি নিয়োগ চলছে… আগ্রহীরা সরাসরি যোগাযোগ করুন ০১৮৭-১১৪০৫৪৪]
+ There are no comments
Add yours