তৌফিক উদ্দীন | হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন নজুমিয়া হাটে একটি অননুমোদিত গরুর বাজার উচ্ছেদ করে প্রশাসন ।
বুধবার (২৯ জুলাই) বিকালে হাটহাজারীর সহকারী কমিশনার ( ভূমি) নেতৃত্ব এবং মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, এতে বুড়িশ্চর ইউনিয়নের এর চেয়ারম্যান মোঃ রফিক এর ছোট ভাই রনি আহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে এসিল্যান্ড শরীফ হেলালী খবর বাংলাকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের নিদের্শনা অমান্য করে কয়েকদিন ধরে এই গরুর বাজারটি বসেছিলো।খবর পেয়ে দুদিন আগে তাদের সতর্ক করা হলেও তারা তা অমান্য ও বাজারটি পরিচালনা করে আসছিল।
এ ব্যাপারের চেয়ারম্যান মোঃ রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি খবর বাংলাকে বলেন, বাজারটি পরিচালনা করে আসছিল এলাকার প্রভাবশালী জসীম (বিগত চেয়ারম্যান প্রার্থী), ময়ুরসহ প্রমুখ। আজ এসিল্যান্ড এর ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান তখন বাজার কমিটি চেয়ারম্যান ও তার ভাইয়ের উপর ক্ষেপে গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে তাদের গুরুতর আহত করে বলে অভিযোগ করেন।
মোঃ রফিক আরো বলেন, তার ভাই চিকিৎসাধীন রয়েছে এবং এই ব্যাপারে থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন।
+ There are no comments
Add yours